জিপি নিউজঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম বলেছেন, সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করছি জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আদায়ের জন্য। আমাদের এই গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
শনিবার নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে শহরের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সকল দলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আর এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ওপর চেপে বসা এই সরকারকে বিদায় করা হবে।
তিনি আরো বলেন, লুটপাট করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটাকুনিয়া রোগে আক্রান্ত হয়েছে। মোটা শরীর নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শুধু তাই নয় এই স্বৈরাচার সরকারের সকল কর্মকাণ্ডে দেশের মানুষ আজ অতিষ্ঠ।
তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রের দল নয়। তাই সারাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, পরিবর্তন চায়। দেশের আপামর জনগণ আবারো বিএনপিকে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর আরেফিন চেীধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম প্রমুখ।