জিপি নিউজঃ প্রকৌশলী মোঃ হাফিজ উল্যাহকে আহবায়ক, মোঃ তোফাজ্জল হোসেনকে যুগ্ম-আহবায়ক ও জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জিয়া পরিষদ, রমনা থানা কমিটি অনুমোদন করা হয়েছে। ‘জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটি’র যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক
কে. এস. হাসান রতন স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়। শহীদ জিয়ার আদর্শ্য ও বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী নেতৃবৃন্দের সমন্ময়ে আগামী ৩ (তিন) মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক – প্রকৌশলী মো হাফিজ উল্যাহ, যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদস্য সৈয়দ আহাম্মদ তালুকদার, সদস্য মীর মোখলেছুর রহমান, সদস্য আব্দুল বারী, সদস্য কে, এম সালাউদ্দিন, সদস্য আবু সিদ্দিক, সদস্য মুনসী ওমর ফারুক আহমদ, সদস্য মোঃ সামসুদ্দিন ভূঁইয়া ও সদস্য মিসেস কামরুন নেছা।
রমনা থানা জিয়া পরিষদের নেতৃবৃন্দ আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন জিয়া পরিষদ ঢাকা মহানগরের নেতৃদ্বয় ।