জিপিনিউজঃ বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির রাজা তৃতীয় চার্লস। শনিবার সন্ধ্যায় বার্কিংহ্যাম প্যালেস থেকে শেখ হাসিনাকে ফোন করেন নতুন রাজা।
চার দিনের সফরে এখন লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
রাজা তৃতীয় চার্লস টেলিফোন আলাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও ধন্যবাদ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টেলিফোনে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানি আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বৃটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন প্রধানমন্ত্রী।
টেলিফোন আলাপকালে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহনের জন্য রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানান শেখ হাসিনা। চার্লসের দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৮ই সেপ্টেম্বর মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হয়ে যান রানির বড় ছেলে চার্লস।