জিপি নিউজঃ সারা দেশে ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ কার্যদিবসে আবেদনের শুনানি শেষে ৬ হাজার ৫৪২ জন জামিন পেয়েছেন।
এ সময়ে ১৪ হাজার ৩৪০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সুপ্রিমকোর্টের মুখপাত্র স্পেশাল অফিসার সাইফুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত ৩১ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪ হাজার ৩৪০টি আবেদন নিষ্পত্তি করে ৬ হাজার ৫৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। পরে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালু হয়।
এর আগে ৯ মে আদালতকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার বিচারের ক্ষমতা দিয়ে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ জারি করে সরকার।
এরপর গত ১০ মে সুপ্রিম কোর্ট থেকে ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য নিম্ন আদালত ও উচ্চ আদালতের জন্য পৃথক প্রাকটিস ডাইরেকশন জারি করা হয়।