জিপি নিউজঃ বর্তমান আধুনিক বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমশ বিশ্ববাজারে তার জায়গা করে নিচ্ছে। এর ধারাবাহিকতায় পিছিয়ে নেই যৌন বাজারও । এরই মধ্যে অনেক দেশে তৈরি করা হয়েছে অবিকল মানবীয় গঠনের সেক্স ডল। তবে ফাউন্ডেশন ফর রেসপন্সিবল রোবোটিকস বলছে, তারা আরো উন্নতমানের এমন ডল বা পুতুল নিয়ে আসছে বাজারে। এগুলো বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে। বিভিন্ন অবস্থানে সক্ষমতা দেখাতে পারে সে। এধরনের একটি ডলের দাম পড়বে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার, যাহা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত । এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোবট বিপ্লবের সঙ্গে সঙ্গে এ ধারাটির ক্রমশ অগ্রগতি সাধিত হচ্ছে। এক রিপোর্টে ফাউন্ডেশন ফর রেসপন্সিবল রোবোটিকস বলেছে, বিকাশমান প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে তারা ‘অ্যান্ড্রয়েড লাভ ডল’ তৈরি করছে। এসব ডলের রয়েছে নানা মানবীয় দিক। দেখতে তাদের শরীর ও প্রতিটি অঙ্গ মানুষের মতোই। তবে দেখে জীবন্ত মনে হয় এমন রোবট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এসব রোবট কি সেক্সুয়াল থেরাপি ক্লিনিক, যৌন অপরাধী, এমনকি বিকলাঙ্গ মানুষের কাজে আসবে কিনা তা নিয়ে নীতিনির্ধারক ও সাধারণ মানুষের মধ্যে রয়েছে বিভ্রান্তি। বৃটেনের ইউনিভার্সিটি অব শেফিল্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের প্রফেসর নোয়েল শারকি বলেছেন, এমন রোবটের বাজার কত দ্রুত বৃদ্ধি পাবে সে বিষয়ে পূর্বাভাষ দেয়া খুবই কঠিন। এমনকি অনেক দিন পরে এর ভবিষ্যতই বা কি তাও বলা কঠিন।


