জিপি নিউজঃ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে আইন মন্ত্রণালয়ের দরকার নেই। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগ এ বিধিমালা করে ১১৬ অনুচ্ছেদ অনুসারে কেবল রাষ্ট্রপতির মাধ্যমে এটা করার আবেদন জানিয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এ রুলস প্রণয়ন করে শুধু রাষ্ট্রপতির কাছে নিয়ে দেখিয়ে আসলেই হয়। এখানে মন্ত্রী বা মন্ত্রণালয়ের দরকার নেই।
রবিবার মাসদার হোসেন তথা আবেদনকারীর পক্ষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।
পরে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, ১৭ বছর আগে একই আবেদন করেছিলাম। তখন প্রধান বিচারপতি মোস্তফা কামাল রায়ে বলেছিলেন, রুলস প্রণয়নে একটি আইনি বাতাবরণ থাকা দরকার।
১৭ বছর পরেও এসে আবেদন করে বলেছি- বিচারপতি মোস্তফা কামালের ওই রায়ের অংশ রিভিউ করতে হবে। কারণ ১১৬ অনুচ্ছেদ মতে বিচার বিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে।
রবিবার সকালে গেজেট প্রকাশে ৪ সপ্তাহ সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। পরে আদালত ২ সপ্তাহ সময় দেন।