জিপি নিউজঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ কেজি সোনাসহ জামিল আক্তার (৪৮) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, জামিল সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির পর সোনার বারগুলো পাওয়া যায়। তিনি গত ছয় মাসে মোট ১৩ বার বিদেশ ভ্রমণ করেছেন।
তিনি জানান, জামিল শরীরের নিম্নাঙ্গে বন্ধনীর মধ্যে ২৫০টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। এসব বারের মোট ওজন ২৫ কেজি। আনুমানিক দাম সাড়ে ১২ কোটি টাকা।
কাস্টমস হাউস জানায়, এটি এই বছরের সবচেয়ে বড় সোনার চালান। গত বছরের আগস্ট মাসে হুইলচেয়ার করে আসা যাত্রী আতাউল মুজিবের কাছ থেকে ২৩ কেজি সোনা আটক করা হয়েছিল।