জিপি নিউজঃ ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ, গুম ও গুপ্তহত্যার ঘটনার শিকার হয়েছেন মোট ৬০ জন। এদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার, আটজনকে গ্রেফতার ও সাতজন ফেরত আসলেও বাকিদের এখনো হদিস মেলেনি।
রবিবার বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি-২০১৭ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এ বছর বিভিন্ন শ্রেণি-পেশার ৩১ জন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এদের মধ্যে পরবর্তীতে ৯ জন ফিরে আসে, ছয়জনকে গ্রেফতার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী। অধিকাংশ গুম ও গুপ্তহত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবার দাবি করে- তাদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়া হয়। প্রথমে তাদের ধরে নেয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে তারা আটক দেখায়।
সংবাদ সম্মেলনে আসক জানায়, ২০১৭ সালে বিভিন্ন বাহিনীর সঙ্গে ক্রসফায়ার, গুলিবিনিময়ে ১২৬ জন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশের হেফাজতে নির্যাতনের কারণে ১২ জন, গ্রেফতারের আগে ও পরে গুলিতে ১৮ জন, গ্রেফতারের পর আত্মহত্যার শিকার একজন এবং অসুস্থ অবস্থায় চারজন, রহস্যজনকভাবে একজন মারা যান। এছাড়াও ২০১৭ সালে কারা হেফাজতে মারা যান ৬৩ জন, যার মধ্যে হাজতি ৩৩ জন এবং কয়েদি ২০ জন।