জিপি নিউজঃ নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় মা ও দুই শিশুসহ পাঁচ খুন মামলার রায়ে একমাত্র আসামী মাহফুজকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মাহফুজ আদালতে উপস্থিত ছিল।
এই পাচঁ খুনের ঘটনায় ২০১৬ সালের ১৭ জানুয়ারী নারায়ণগঞ্জ সদর থানায় মাহফুজ এবং ঢাকা কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি ওইদিন রাতেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। মাহফুজ ও নাজমাকে গ্রেফতার করে পুলিশ। পরে রিমান্ড শেষে একই বছরের ২১ জানুয়ারী মাহফুজ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেয়।
শহরের বাবুরাইল এলাকার একটি পাঁচ তলা ভবনের নীচ তলায় বসবাস করত শফিকুল ইসলাম ও তার পরিবার। শফিকুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী লামিয়ার সাথে ভাগ্নে মাহফুজের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে মাহফুজকে জুতাপেটা করে বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করে শফিকুল।
পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জানুয়ারি রাতে মাহফুজ গোপনে বাড়িতে প্রবেশ করে লুকিয়ে থাকে। রাতে মোর্শেদুল তাকে দেখলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহফুজ প্রথমে শফিকুলের শ্যালক মোর্শদুলকে (২২) হত্যা করে। পর্যায়ক্রমে শফিকুলের স্ত্রী তাছলিমা (৩৫) ও তার জা লামিয়া (২৫), তাসলিমার মেয়ে সুমাইয়া (৫) এবং শিশু শান্তকে (১০) হত্যা করে। সকালে মাহফুজ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করে।
সুত্র- বাসস