জিপি নিউজঃ ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেয়া বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্য দলীয় নয়, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। বিষয়টি পর্যালোচনা করে পরে দলীয় বক্তব্য জানানো হবে। উল্লেখ্য, গত শুক্রবার সাংবাদিকদের কাছে ষোড়শ সংশোধনী নিয়ে প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আদালতে সংবিধানের ষোড়শ সংশোধনী যতোবার বাতিল করা হবে, ততোবারই সংসদে তা পাস করা হবে।
Facebook Comments