জিপি নিউজঃ পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ১০ জনের বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। এই রায়ে হত্যা মামলার আসামী শাকিল ও রাজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। খালাস দেওয়া হয়েছে কাইয়ুম ও সাইফুলসহ চারজনকে।
রবিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে নিম্ন আদালতে ফাঁসির আদেশ পাওয়া বাকি চার আসামী নাহিদ, এমদাদ, মিলন ও শাওনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদশে দেওয়া হয়েছে। এছাড়া ময়নাতদন্তে গাফিলতি ও ভুল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় চিকিৎসক ও পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রায় ঘোষণা করেছেন। আজ ৬ আগস্ট রায় ঘোষণার জন্য গত ১৭ জুলাই তারিখ ধার্য করেছিলেন আদালত।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন পলাতক রয়েছেন। বাকি আটজন কারাগারে আছেন। আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন।