জিপি নিউজঃ টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রীকে প্রায় সাত মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে বাদল মিয়া ওরফে বাদল বাবুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলা দায়েরের ৪দিন পর মির্জাপুর থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) অশোক কুমার সিংহ ও সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মির্জাপুরের একটি এলাকা থেকে ডিবি পুলিশের বিশেষ দল বাদলকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে প্রতিবেশী দূর সম্পর্কের চাচা বাদল ওরফে বাদল বাবু পূর্ব পরিকল্পিকভাবে গত ১১ জানুয়ারি ভাতিজি কলেজছাত্রীকে (১৭) ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরও ওই কলেজ ছাত্রীর কোনো খোঁজ পাননি। অবশেষে গত রবিবার বিকেলে দীর্ঘ ৬ মাস ১৭ দিন পর রতনপুর কাশেম বাজার এলাকায় চাচা বাদল মিয়ার পরিত্যক্ত ঘর থেকে ওইছাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
আটক রাখা অবস্থায় ওই ছাত্রীকে ঘুমের ওষুধ ও যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করিয়ে ধর্ষণ করে আসছিল বাদল মিয়া। এ ঘটনায় অভিযুক্ত ওই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে বাদল মিয়াকে আসামি করে ধর্ষিতার ভাই বাদী হয়ে সখীপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন।
বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা শেষে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে ওই কলেজছাত্রী। এদিন বিকেলে টাঙ্গাইলের নারী ও শিশু আদালতের হাকিম রূপম কান্তি দাস কিশোরীর জবানবন্দি রেকর্ড করেছেন।