জিপি নিউজঃ কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক সর্বত্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধ সড়কে চলাচলে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, মোটরবাইক বিকল হওয়ার ঘটনা ঘটছে প্রতিদিনই।
এদিকে বন্দর নগরী চট্রগ্রামের অবস্থা আরও ভয়াবহ । দীর্ঘ বেশ কয়েকদিন যাবত বাসিন্দারা জলাবদ্ধতায় দিন অতিবাহিত করছে। শহরে বাস ও রিক্সা চলাচল প্রায় বন্ধ , নগরবাসীর চলাচলের একমাত্র মাধ্যম এখন নৌকা । তাও আবার সময় মত পাওয়া যায় না ।
খানাখন্দে ভরা সড়কে যানজটের ভোগান্তি মাড়িয়ে চলাচলে রীতিমতো অভ্যস্ত হয়ে ওঠা কর্মব্যস্ত নগরবাসীর নিত্যনৈমিত্তিক জীবন এটাই। জনদুর্ভোগের এ অভিন্ন চিত্র রাজধানীর অভিজাত এলাকা থেকে শুরু করে নগরীর সর্বত্রই।
সরেজমিনে দেখা গেছে, মহানগরীর ব্যস্ততম মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সড়কের পিচ ঢালাই, ইট, খোয়া, বালু উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
কয়েকদিনের বৃষ্টিতে সড়কের এসব গর্ত আরও বড় হয়েছে। বৃষ্টির পানি জমে থাকছে এসব গর্তে। সড়কের এই পয়েন্টে চলাচলে গাড়ির দীর্ঘ জটের সৃষ্টি হচ্ছে। অভিজাত গুলশান, বনানী ও বারিধারা এলাকার সড়কেও পানি জমে গর্তের সৃষ্টি করছে। এ কারণে এসব এলাকার সড়কে পানি জমে থাকায় তীব্র যানজটেরও সৃষ্টি করছে।
মঙ্গলবার সকাল ১০-১১টা পর্যন্ত এই এলাকার সড়কগুলোতে গাড়ির দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে। এছাড়াও বিরতিহীন বৃষ্টির কারণে পুরানা পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, শ্যামলী, মিরপুর ১০ নম্বর, কালশী, যাত্রাবাড়ী এলাকার প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজটে আটকে ছিলেন কর্মব্যস্ত মানুষ। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই এলাকার সড়কগুলোতে যানজটের কারণে দ্বিগুণ-তিনগুণ সময় লেগেছে।
একই চিত্র ছিল কাকরাইল থেকে মালিবাগ, রামপুরা, বাড্ডা রুটেও সকাল থেকেই যানজট চরম আকার ধারণ করে। সকাল ৮টার পর এই সড়কে যানজটের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
খোঁজখবরে জানা গেছে, শ্যামলী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের দু’পাশে ফুটপাত নির্মাণের জন্য খুঁড়ে রাখা মাটি গলে কাদা জমছে সড়কের ওপর। সড়কে জমা পানি ও খানাখন্দের কারণে যানবাহন চলছে ধীরগতিতে। ফলে ওইসব এলাকায় তৈরি হচ্ছে যানজট। একই চিত্র ছিল- উত্তরা, রাজলক্ষ্মী, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, বসুন্ধরা, নতুনবাজার, রামপুরা, বাড্ডা ও মালিবাগমুখী সড়কে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
ধানমন্ডি ১৫ নম্বরের বাসিন্দা মাহমুদুল হাসান যুগান্তরকে বলেন, টানা বৃষ্টির কারণে বাইরে বের হওয়া খুবই কষ্টকর হয়ে পড়ছে। পর্যাপ্ত গণপরিবহন নেই সড়কে।
যেগুলো আছে, দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করছে।
আবহাওয়া অধিদফতর বলছে, আরও দু’দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি অব্যাহত থাকায় ঢাকার সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।