জিপি নিউজঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা, সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও জয়নুল আবদিন ফারুক ৬টি মামলায় কারামুক্তির পর নিজ বাড়ি নোয়াখালীর সেনবাগের আগমণ উপলক্ষে নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনাকে কেন্দ্র করে বিএনপি কর্মিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টারদিকে সেনবাগের সেবারহাট বাজারে ঘটে। এসময় বিএনপির কর্মিরা ফেনী- নোয়াখালী মহা সড়কে সেবারহাটের পূর্ব বাজারে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলে এতে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশ কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এ সময় পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে। এতে সেনবাগ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সহ অন্তত ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়।
তবে পুলি ছাড়া অন্যদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেবারহাট বাজার থেকে ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্লাহ খানসহ ৭ নেতাকর্মীকে আট্ক করে। এরা হচ্ছে: ইউনিয়ন বিএপির সভাপতি জাফর উল্লাহ খান, ৮নং বীজবাগ ইউনিয়ন যুবদল সেক্রেটারী মোঃ জাহিদ, মোঃ সুমন, সাইফুৃল ইসলাম, ইয়াকুব নবী সোহাগ, ও আমিরুল ইসলাম তুহিন।
অপরদিকে এ ঘটনার জন্য নাম প্রকাশ না করা শর্তে উপজেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা অনুপুস্থিতিতে নেতাকর্মীদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার কেউ না থাকার কারনে এ ঘটনাটি ঘটেছে বলে জানায়।
বিএনপির অভিযোগ জয়নুল আবদিন ফারুকের কারামুক্তির পর তাদের নেতা নিজ গ্রামে আগমণ উপলক্ষে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেওয়ার সকাল ১০টার দিকে মোটর সাইকেল ও সিএনজি যোগে সেবারহাট বাজারের অভিমুখে রওয়ানা দেয়। এ সময় সেনবাগ থানা পুলিশ সেনবাগে ছমির মুন্সিরহাট সংলগ্ন আজিজপুর পোলের গোড়া, সেনবাগ রাস্তার মাথা ও সেবারহাট বাজারে অবস্থান নিয়ে পথে পথে বাঁধার সৃষ্ঠি করে নেতাকর্মীদের আটকিয়ে দেয়। পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান।