জিপি নিউজঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানীর মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া আজ এই খালাস প্রদানের আদেশ দেন।
বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামীলীগের দুর্নীতি নিয়ে মন্তব্য করায় জেলা ছাত্রলীগের তৎকালিন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করে।
প্রায় ১৪ বছর পর আজ সোমবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানীসহ অন্যদেরকে ফৌজদারী কার্যবিধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক। সুত্র – বাসস