প্রতিনিধি নিয়োগ চলছে! প্রতিনিধি নিয়োগ চলছে!! বিস্তারিত জানতে : ০১৬৭৬৩৬৯৪১৫
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | খেলাধুলা | বিনোদন | রাজনীতি | লাইফ স্টাইল | শিক্ষাঙ্গন | অর্থ বানিজ্য | আইন আদালত | আবহাওয়ার নিউজ | ইতিহাস ঐতিহ্য | এক্সক্লুসিভ নিউজ | কৃষি সংবাদ | চাকরির খবর | সারাদেশ | সাহিত্য সংস্কৃতি | স্মৃতিতে অম্লান | জীবন ও দর্শন | বিজ্ঞান প্রযুক্তি

ঢাকার সিনেমা হল মধুমিতার ৫০ বছর: সেই রমরমা অবস্থা আর নেই

আপডেট : December, 3, 2017, 3:43 pm

জিপি নিউজঃ ঢাকার সিনেমা হল মধুমিতার ৫০ বছর পূর্তি হয়েছে।

মালিকপক্ষ জানিয়েছে, চলচ্চিত্র জগতের কিছু মানুষকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মধুমিতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন তারা। প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার ইফতেখার-উদ্দিন নওশাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি মধুমিতায় ক্লিওপেট্রা ছবিটি দেখার স্মৃতিচারণ করেছেন।

কিন্তু মধুমিতা সিনেমা হলের হলের শুরুর ইতিহাসটা কেমন ছিল?

হলের মালিক ইফতেখার-উদ্দিন নওশাদ জানান, তার বাবা একজন শিল্পপতি ছিলেন তাদের একটি কেমিকেল কারখানাও ছিলো। তার মাথাতেই মধুমিতা সিনেমা হলের আইডিয়াটা আসে।

“তৎকালীন পূর্ব পাকিস্তানের বলাকা সিনেমা হলে তখন মহানগর ছবিটি মুক্তি পেয়েছিলো। ছবিটি দেখতে চেয়েও তিনি তার টিকেট সংগ্রহ করতে পারেন নি। তখন তিনি সিনমা হল নির্মাণের জিদ ধরেন। তখনই ১৯৬৭ সালে এই হলটি তিনি নির্মাণ করেন।”

মি. নওশাদ জানান, তার পিতা সিনেমার লোক না হলেও তিনি সিনেমা দেখতে ভালোবাসতেন। তিনি এমন সিনেমা-পগল ছিলেন যে ছবি দেখতে কলকাতায়ও চলে যেতেন।

গত কয়েক বছরে বাংলা সিনেমার জনপ্রিয়তায় বেশ ভাটা পড়েছে। কমে গেছে হলে গিয়ে সিনেমা দেখা দর্শকের সংখ্যাও।

এর চাপ পড়েছে সিনেমা হলের উপরেও। ব্যবসা করতে না পেরে কয়েকটি সিনেমা হলও বন্ধ হয়ে গেছে।

মধুমিতাও এর বাইরে নয়। হলের মালিক জানান, ব্যবসার অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভর্তুকি দিয়ে সিনেমা হলটি চালাতে হচ্ছে।

“আমাদের সোনালী সময় চলে গেছে। বিখ্যাত শিল্পী পরিচালক প্রযোজকরাও আর নেই। কেউ কেউ মারা গেছেন। কেউ গেছেন অবসরে। টেলিভিশনে তারকা তৈরি হলেও সিনেমাতে সেভাবে তারকা আসেনি। এখন শুধু সাকিব খানকে দিয়েই চলছে।”

তিনি জানান ছবির সংখ্যাও এখন আগের চেয়ে অনেক কমে গেছে।

তিনি জানান, আগে যেখানে বছরে ১০০টি ছবি হতো এখন হয় ৩০টির মতো। “তার মধ্যে ৫/১০টা ছবি হলে চালানোর যোগ্য। এই পরিস্থিতিতে সিনেমার হলের সংখ্যা ১২০০ থেকে ৩০০-তে নেমে এসেছে।”

মি. নওশাদ জানান, একসময় যেমন সিনেমা হলে টিকেটের কালোবাজারির ব্যবসা হতো সেটাও এখন আর সেভাবে নেই। তবে যদি ভালো ছবি হয় তাহলে শুক্রবার সন্ধ্যায় এখনও এটা কিছুটা রয়ে গেছে।

তিনি জানান, সিনেমার এই হালের কারণে বর্তমান সরকার বিনোদন কর পুরোপুরি উঠিয়ে দিয়েছে।

মধুমিতার মালিক বলেন, বাংলাদেশের সিনেমার জন্যে একটি বড় চ্যালেঞ্জ হলো ভারতীয় সিনেমা।

“টিভি স্ক্রিনে আমরা সবকিছু দেখছি। ১৬০টি চ্যানেল। আমরা চাচ্ছি ভারতীয় ছবি যদি নির্ধারিত কিছু সংখ্যায় সিনেমা হলে আসে, বাংলা ও হিন্দি মিলিয়ে, ৫২ সপ্তাহের মধ্যে ৩০টি সপ্তাহে, তাহলে সিনেমা হলগুলি আবার জেগে উঠবে।

“আইয়ুব খান ১৯৬৫ সালের যুদ্ধে ভারতয়ি ছবি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানি উর্দু ছবির পাশাপাশি হলিউডের ছবিও দেখানো হতো। তখন সিনেমা হলের ব্যবসা ছিলো রমরমা,” বলেন তিনি।

তিনি বলেন, এক সময় ভালো সিনেমার প্রতিযোগিতা ছিলো। যে আগুনে পুড়ি, আবির্ভাব, নীল আকাশের নীচে, এতোটুকু আশার মতো ছবি পেয়েছি। কিন্তু এখন প্রতিযোগিতা নেই। আবর্জনা তৈরি হচ্ছে। ফলে দর্শকরাও হল থেকে চলে গেছেন।

মধুমিতার ৫০ বছর হয়েছে। আরও ৫০ বছর চলবে কীনা জানতে চাইলে হলের মালিক মি. নওশাদ বলেন, “আমার সন্দেহ আছে। আমার পরের পজন্মের এটা অব্যাহত রাখার ইচ্ছে আছে বলে আমার মনে হয় না।”

সুত্র- বিবিসি

Facebook Comments
Share Button

সম্পাদক- মো: মেহেদী হাসান সূইট, যুগ্ম-সম্পাদক- মোঃ আলিউল হক পলাশ, নির্বাহী সম্পাদক : গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান প্রতিবেদক- মোঃ জাবের ইবনে হায়াত খান
জিনিয়াস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড ৭৫/এ কলাবাগান ঢাকা-১২০৫ কর্তৃক প্রকাশিত
মোবাইল : ০১৭১৯-৪৭৭১১৩, নিউজ : ০১৭১১-০৫৬৫৭২, ০১৬৭৬৩৬৯৪১৫
Email : gias.gpnews24@gmail.com

Desing & Developed BY ThemesBazar.Com

শিরোনাম :
★★ হক বিরিয়ানি এন্ড ক্যাটারিং এর শুভ উদ্বোধন ★★ জেনেসিস প্রি-স্কুলে “লার্ন উইথ ফান” প্রোগ্রাম অনুষ্ঠিত ★★ ‘জিয়া পরিষদ’ রাবি শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ★★ ছাত্রদলের ছয় নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ★★ বিএনপি’র আন্দোলনে ভিতু হয়ে তারেক রহমান ও ডাঃ জোবাইদা’র বিরুদ্ধে ফরমায়েশি রায় : জিয়া পরিষদ ★★ বিএনপি’র মহাসমাবেশ সফল করতে জিয়া পরিষদ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ★★ ৬ দিনের সফরে ঢাকায় আসছেন ইইউ’র বিশেষ প্রতিনিধি ★★ কেডিজেএফ সভাপতি নজরুল, সম্পাদক রিজভী ★★ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিলেন : প্রধানমন্ত্রী ★★ ঘন কুয়াশায় ছেয়ে গেছে রাজশাহী অঞ্চল