জিপি নিউজঃ আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঢাকা জেলা শাখার পক্ষ থেকে মানব্বন্ধন কর্মসূচী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন , ৩১ আগস্টের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হলে সেপ্টেম্বর মাসেই তালা ঝুলানোর মত কর্মসূচী দেওয়া হবে । তিনি বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাষ্টের ৪% টাকা শিক্ষকদের প্রকৃত প্রতিনিধিদের সাথে আলোচনা না করে নাম সর্বস্ব ও প্যাড সর্বস্ব শিক্ষক সমাজে অপরিচিত তথাকথিত নেতাদের সাথে আলোচনা করে কর্তন করা অযৌক্তিক , অমানবিক ও অন্যায় । তিনি এই টাকা কেটে নেয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলেরও দাবী জানায় ।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, রাজনীতির গুনগত পরিবর্তন করতে হলে মহান জাতীয় সংসদে শিক্ষকদের জন্য আসন সংরক্ষিত থাকতে হবে । বর্তমানে রাজনৈতিক দলগুলো রাজনীতির বাহির থেকে যে সকল ব্যক্তিদের দলে টেনে নিয়ে আসেন তাদের মধ্যে এমন ব্যাক্তিও আছে যারা কেউ কেউ স্কুলের গন্ডিও পার হতে পারেনি । কিন্তু তাদের অর্থ বিত্তের প্রভাবে রাজনৈতিক দলগুলো তাদের দলে নিতে আকৃষ্ট হয়। ইহাতে রাজনৈতিক গুনগত মান কি হয় তা আমরা সকলেই অবগত । শিক্ষকদের অর্থ বিত্ত না থাকলেও সমাজে গ্রহণযোগ্যতা আছে । তারা সন্ত্রাসী ও গডফাদার তৈরী করে না , তাই দেশের প্রয়োজনে মহান জাতীয় সংসদে ১০% আসন শিক্ষকদের জন্য সংরক্ষণের দবীও জানান তিনি ।
তিনি এও বলেন, শিক্ষক ও শিক্ষাকে বাঁচাতে হলে এখন বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ছাড়া আর কোন বিকল্প নাই । বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এখন সময়ের দাবী । দেশের প্রতিটি শিক্ষক কর্মচারীদের প্রানের দাবী চাকুরী জাতীয়করণ। চাকুরী জাতীয়করণ, ৫% বর্ধিত বেতন, বকেয়া বৈশাখী ভাতা প্রদান, রাজনৈতিক হয়রানি বন্ধ করা , পুর্নাঙ্গ উৎসব ভাতা, নন এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্তি করন সহ সকল দাবী অবিলম্বে পুরনের জন্য সরকারের নিকট দাবী জানান তিনি । মানব্বন্ধন থেকে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করা হয় ।
১। ২৫ শে জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।
২। ১-১২ আগস্ট পর্যন্ত স্থানীয় সংসদ সদস্যদের সাথে মত বিনিময় ।
৩। ২০-২৫ আগস্ট পর্যন্ত অভিভাবক ও সুশীল সমাজের সাথে মত বিনিময় ।
৪। ১০ সেপ্টেম্বর সকল বিভাগীয় সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া আজ সারা দেশের সকল জেলা সদরে মানব্বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকারী সকল শিক্ষক কর্মচারীদের ধন্যবাদ জানান ।
মানব্বন্ধনে আরও বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক আ,হালিম, অধ্যাপক রকিব উদ্দিন, অধ্যাপক হোসেন রানা, কাজী আরিফুজ্জামান, অধ্যাপক রাশেদুল ইসলাম , মোর্শেদুল ইসলাম, মিজানুর রহমান , এম এ তুহিন , আমজাদ হোসেন প্রমুখ ।