জিপি নিউজঃ ত্রাণ না পেয়ে অভিযোগ করায় সিলেটে বন্যাদুর্গত এলাকার এক ব্যক্তিকে লাঞ্ছিত, মারধর ও কান টেনে ধরার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার মধ্যরাতে দায়ের হওয়া এই মামলায় আসামি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল বাছিত বকুলকে গ্রেফতার করেছে পুলিশ ।
এই মামলায় অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে ত্রাণ নিয়ে ইউপি চেয়ারম্যান এক সুধী সমাবেশের আয়োজন করেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় দাউদপুর ইউনিয়ন পরিষদে ইনাতআলীপুর গ্রামের সোনা মিয়ার ছেলে লুৎফুর রহমান লকুস সমাবেশে ত্রাণ পাননি এমন অভিযোগ করার পর তাকে লাঞ্ছিত করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল বাছিত বকুল। শুধু তাই নয় সমাবেশে তাকে প্রকাশ্যে কান ধরে টানাহেঁচড়া ও মারধর করেন এই আওয়ামী লীগ নেতা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।