জিপি নিউজঃ বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় না। তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের ফাঁকা মাঠে সরকার গোল দেবে না।